এলেন গিন্সবার্গের চোখে স্বাধীনতা ..
সীমান্তের শরণার্থী শিবির…
যন্ত্রণাময় এক একটা প্রহরে,
ঝরে পরা রক্তের করুণ দৃশ্যে…
এলেন গিন্সবার্গের চোখে
আশ্রয়হীন জীবনের ভাষাহীন কথাগুলো
হাইলাইট হলো জার্নালে!.
জ্বলন্ত দগদগে আগুন…
তেজস্ক্রিয় শব্দের বিস্ফোরণে,
ছাই- ভস্মের হুলিয়া উড়ছে।
শেকল ভাঙা বিদ্রোহী…
ব্যাগ, বন্দুক হাতে
আইডেনটির সাথে হামাগুড়ির
দুর্গম পথ, বদলাতে বদলাতে
অকষ্মাৎ বৃষ্টির মতো গুলিতে…
ঝরে পরলো জীবন্ত আত্মা
মুক্তির জাগ্রত রক্তে!!
ঊর্ধ্বশ্বাসের দীর্ঘ
পথ…
রাত খেকো ঝিঁ ঝিঁ ডাকা রাতে
ছায়ামূর্তির হিংস্র থাবায়
নিথর কান্নার ব্যথাতুর শব্দে,
কেঁপে উঠছে বাকরুদ্ধ নদী।
ভাসমান লাশের গলিত শরীর গলে গলে
অবিশ্রান্ত ধারায় বয়ছে রক্তের স্রোত…! .
শোকের ক্রন্দনে…
জেগে থাকা কুকুরের চিৎকার আওয়াজে
রক্ত ফোঁটা চোখের লালাসিক্ত জিভ
ক্রমেই প্রসারিত হচ্ছে ধূর্তের শক্তিশেলে।
বত্রিশ নম্বর বাড়ি
মধ্যরাত…
পিনপতনের রেড সিগন্যাল জ্বলছে
ধানমন্ডিরের বত্রিশ নম্বর বাড়ি।
চিৎকার, ডিষ্টরশন কাঁচভাঙা শব্দ
মূর্তরূপ শানিত দন্তে, ঝাপ্টে ধরা হত্যাপ্রবনতায়
বুকের ওপর পা তুলে
টানটাধ ট্রিগারের ভয়ংঙ্কর দৃশ্য…! .
সিঁড়ির মেঝেতে গড়িয়ে যাওয়া
চাপচাপ তাজা রক্ত
ভেজা জহরকোট পাঞ্জাবী।
লেন্সের চশমায় উবু হয়ে থাকা
শান্ত ব্লাশিং মুখে
এক সেকেন্ডের বেশি আমি
তাকিয়ে থাকতে পারিনি।