অন্ধ মহাকালে
এইসব এলোমেলো যাপনের কালে
জানি কারো কারো হাত প্রয়োজন হয়
কীট আটকে গেলে মাকড়সার জালে
দুচোখে বাসা বাধে এ জগতের ভয়।
অন্ধকার ছড়িতে লেগে থাকে মায়া
এই মায়ার বিপরীতে দাঁড়াও যদি
তোমাকে চিনবে না হায় তোমার ছায়া
অবিরল ভাসিয়ে নেবে সকল নদী।
এইসব এলোমেলো যাপনের কালে
কী বার্তা এনে দেবে অন্ধ মহাকালে!
ওম
মেঘের দেশ থেকে অথই শব্দ
ঝরে পড়ছে লেখার টেবিলে
আর কচুপাতায় জ্বলজ্বল করছে
ঋতুমতী বেড়ালের চোখ।
ঘরের বাইরে বরফ-কুচি
ফেরি হচ্ছে জ্যাকেটের ওম!
যন্ত্রে চালিত
কটমট করে ঘুরে যাচ্ছে ঘাড়
এ ঘাড় বয়েছে বোঝা পৃথিবীর
ঝনঝন করে বেজে যাচ্ছে কান
এ কান শুনেছে কথা বহু মুনির
মিটমিট করে খুলে যাচ্ছে চোখ
এ চোখ দেখেছে রূপ রূপসীর
ধপধপ করে এগিয়ে যাচ্ছে পা
এ পা হেঁটেছে অনেক যুদ্ধতীর