নীল আর নীলাম্বরীর কথা
আমাদের জলমগ্নতার সময়ে
তুমি কুড়িয়ে আমার ঝোলায় ঢেলেছো
শুধুই রাশিরাশি বৃশ্চিক
আর আমি কুড়িয়েছি মেটে শালুক-
যার না আছে দাঁত নখকিংবা বিষের আধার।
আজ অনেক অনেক দিন ধরেও
কিছুতেই সেই ঢেলে দেয়া বিষ উগরাতে পারিনি
সুবেহ সাদিকের পবিত্রতা অপার নীলাকাশ
কিংবা কনে দেখা আলোর অবর্ণনীয় মুগ্ধতা কাটতেই
আমি যন্ত্রণায় ছটফট করতে থাকি।
বৃষ্টি¯স্নাত নির্মল বায়ু কিংবা
অঝোর ধারার বাগান বিলাসের ছোঁয়া
বর্ষিত বারিকণা আমায় যতই সান্তনা দিক
কখনও বৃশ্চিকের কামড় কখনও
তার বিষে নীল হয়ে যাওয়া
শ্বেতশুভ্র দেহ নীল থেকে নীলতর হয়
আমি আবার মেটে শালুকের কাছে ফিরি
ও আমায় ধৈর্যের কথা বলে সময়ের কথা বলে
আর বলে আর কটা দিন
এই দুয়ের পারস্পরিক সমঝোতায়
আবার পূর্ব আকাশে সূর্য ওঠে
এভাবে দিন সপ্তাহ মাস বছর যুগ কেটে যায়
মেটে শালুক আর বৃশ্চিক তাদের
রূপ বদল করতে পারে না-
হয়তো এটাই নিয়তি।
দাঁড়াও আমার আঁখির আগে
দূরন্ত শিকারি
মায়া হরিণের পিছে দিও না ধাওয়া
হারিয়ে ফেলো না পরিচিত পথ
তোমার বারুদ যতই তীব্র হোক
মৃত পাতার মর্মর ধ্বনি
তোমায় পথ ভুলিয়ে না দেয়।
তোমার প্রজ্জ্বলিত অগ্নিশিখা ছোঁয়ে
মায়া হরিণের বেষ্টনি ঘিরে
অপেক্ষায় থাকো জীবনের।
পাহাড়ের চূঁড়ায় তোমায় স্পর্শ করতে পারিনি
সমুদ্রে এসে প্রাণভরে তোমার গন্ধ পাচ্ছি
তোমার সে গন্ধে আমি অবগাহিত
আর একটু কাছে আসবে কি
আমার এ সমতলে,
কারো গন্ধ মানে- একান্ত পৃথিবীর সবটুকু সে
কারো গন্ধ মানে- জুড়ে থাকা সময়ে স্রোত
কারো গন্ধ মানে-
মিতা আলী-কবি। পেশাগত জীবনে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রকাশিত গবেষণা গ্রন্থের নাম মনসী মহম্মদ মেহেরউল্লা: ধর্ম সেবা, সমাজ চিন্তা ও সাহিত্য সাধনা। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা তিনটি। এগুলো হলো: অনিবার্যের অনুরণন (২০১৬), স্বপ্নচারী হেমলক পিয়াসী (২০১৯) এবং তুমিময়তা (২০১৯)।