একলা বটগাছ
শবরী কলা মাখা আতপ ভাতের মতো
ভূমিখোরদের আঙুল ফস্কে
রুক্ষ জমিনে
ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে একলা বটগাছ।
আ-অঙ্গুলীকুন্তল তার
বৃষ্টিস্নাতা সারমেয় শাবকের ন্যায় কম্পমান।
বিপন্ন ভয় কশেরুকা থেকে কশেরুকায় বহমান।
তবুও বুকে তার নবোঢ়ার
স্তনের বেগ–
স্তন তার অগণিত পাখিদের নীড়।
নির্বাণ
অতিক্রম করে যেতে চাই সময়–
নগর কিংবা নারীর রুগ্ন প্রেম।
বৌদ্ধ ভিক্ষু যেভাবে অতিক্রম প্রয়াসী
জীবনের উত্তুঙ্গ পাহাড় বাধা;
মাঝির দাঁড় অতিক্রম করতে চায়
স্রোতস্বিনীর নাভিত্থিত উজানের ঢেউ;
কৃষক চায় অতিক্রম করতে
উন্মাদ, বধির, উন্মত্ত কালবৈশাখী।
কিন্তু পারিনে আমি। বার বার পথ কাটে
চেতনার দাবদাহে দগ্ধ বিড়াল।
ঘুঁটের বুকের ভাঁজে পোষা থাকে
অনাম্নী রমনীর বিকট হস্তছাপ।
আয়ুরেখা বোঝা যাবে তীক্ষ্ণ খেয়ালে!
তবু চাই অতিক্রম করে যেতে। লক্ষ্যচ্যুত
হয়ে পড়ি বার বার। প্রকৃত প্রস্তাবে
কোনো কিছু কি আদৌ অতিক্রম করা যায়?
প্রয়াসের প্রতিপদে থেকে যায়
পরম শাশ্বত সত্যে
অনাকাঙ্ক্ষিত স্যাঁতস্যাঁতে ছাপ।
কবিতাঘাত
মগজে ও মেরুদণ্ডে আমার
নিয়ত আঘাত করে
কবিতার অশরীরী কঙ্কাল।
সিদ্ধার্থ অভিজিৎ-কবি। বাংলা বিভাগে স্নাতক, খুলনা বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত কাব্য: হেমলকে চুম্বন (২০২১) ।