অঘোরপন্থী
এক.
নীলাচলে, শীর্ষদেশে গহন বিজন
যোনিদেশে বিল্বপত্র ফেলিল অঘোরী
পথমধ্যে সর্পদল করিছে গমন
চিল্লাইয়া উঠিলেন কামুকী সাপুড়ি
এই তন্ত্র যেবা জানে শরীর তাহার
ক্ষণেক্ষণে ঘোরে পড়ে সুঠাম অধর
রজঃস্বলা পরিপূর্ণ গোপন বিদ্যার
ছাই মেখে, ছাই ছাই তোমার জঠর
নীলাচলে, চন্দ্রাহত পথিক এজন
যোনিবিদ্যা শিখিলেন বসিয়া হেথায়
বম্ বম বম্ দেবী করাও ভোজন
আসিয়াছি দূর হতে বিরিক্ষ ছায়ায়
এই তন্ত্র ইচ্ছাধারী সামলে, কুমার!
বীজধান তুলি দিলা গোপন বিদ্যার
দুই.
ছিন্নমস্তা কাপালিকা চরণে আগুন
শিব শিব বলি তারে আনিলা বশেতে
নীলাচল পাহাড়েতে সুদৃশ্য তরুণ
জটামাথা ভস্মদেহ কুহক নিশীথে
একাকিনী মন্দাকিনী কোলেতে কিশোর
ব্রুম ব্রুম হ্রীং ক্রীং আসিলা অঘোরী
জলমধ্যে সর্প ওঠে নাগের বাসর
নীলাচলে বসিলেন কামুকী সাপুড়ি
ছিন্নমস্তা কাপালিকা চক্ষুতে আগুন
চলিলেন চারপাশে অসুর নাশিয়া
নগ্নদেহ রজঃস্বলা অতৃপ্তি দরুন
পাহাড়েতে উঠিলেন অঘোরী হাসিয়া
এসো এসো জেনে নাও কামুকী সাপুড়ি
যোনিদেশে লোলজিহ্বা দিলেন অঘোরী
তিন.
দেখিলাম নীলাচলে বসিল মান্দাস
নৃত্যরত আদিবাসী পূজিল তোমায়
অম্বুবাচী পুণ্যতিথি গিলিলা গোগ্রাস
ঋতুমতী দক্ষকন্যা মরিল হেথায়
হেইখান পুণ্যভূমি সতীর শরীর
চালকলা দিয়ে রাখো চরণে তোমার
মহাকাল আসিয়াছে ;মাগিবে রুধির
দেও দেও দেও তারে সর্বস্ব আমার
দেখিলাম নীলাচলে রাতের আঁধার
একফালি চাঁদফুল ফুটিল আকাশে
নগ্নদেহ হরগৌরী জোছনা জোয়ার
গোপনেতে করিতেছে শৃঙ্গার আবেশে
এইদৃশ্য যেবা দেখে অঘোরী পরাণ
সাতজন্ম হয় তার সুতপা সমান।
চার.
চাঁদফুল নাসিকাতে কামুকী সাপুড়ি
কাটিলেন দন্ত দিয়া জলের বাসর
নীলাচল লোকারণ্য যোনির পূজারী
আসিয়াছে রাজ্যমধ্যে সতীর নাগর
মুণ্ডুহীন খুলি আনি শবের সাধন
অঘোরীরা বসিয়াছে মাটির আসনে
রজঃস্বলা দেবী আজ ডাকিতে বারণ
গর্ভগৃহ বন্ধ হল অলক্ষ্যে গোপনে
চাঁদফুল নাসিকাতে পরিল কামুকী
পৃথিবীর একভাগ জলের সমান
নীলাচলে লোক ভাসে দেখিয়া দেমাকী
খিলখিল করে হাসে দেবীর লাখান
সন্ধ্যা হয়, ধূপ জ্বলে যোনির দুয়ারে
বম্ বম্ বলে শিব পূজিল তাহারে!