মাতৃভাষা স্বীকৃতি পাক
মায়ের ভাষায় মা ডেকেছি
মায়ের স্বরে দিয়েছি ঘুম,
মায়ের কোলে ঘুমের ছলে
মায়ের মুখের পেয়েছি চুম।
বর্ণমালার ডালি থেকে
হরেক রঙের ফুল নিয়ে,
অর্ঘ্য সাজাই ইচ্ছে মতো
দুঃখ সুখের তাঁত দিয়ে।
মায়ের ভাষায় কাঁদুক শিশু,
ভালোবাসুক প্রাণ খুলে—
স্বরলিপির সাতটি স্বরে
সুর তুলুক খেয়ালে।
হাজার মানুষ হাজার ভাষায়
রব তুলুক, দিক না ডাক—
আমার ভাষা তোমার ভাষা
মাতৃভাষা স্বীকৃতি পাক।
অর্গ্যানিক
মর্গ; টিএসসি; রাস্তা;
ইসমাঈল; অরবিন্দ; গোমেজ;
সংহত— সংহতি;
কলম; ফুটপাত; দেয়াল; পোস্টার;
বর্ণমালা; শব্দ; ধ্বনি— প্রতিধ্বনি;
গলা পিচ; পলাশ; কৃষ্ণচূড়া;
শকুন; বিজলী; তরঙ্গ; বাতাস;
লোক; জন; মানুষ; জোয়ার;
বর্ণমালা; আলোভ→ আলোক্রম→ আলো;
তর্জনী; দঙ্গল; জঙ্গল;
আয়তন; ম্যাপ; সলোক;