শামীম হোসেনের তিনটি কবিতা
অন্ধ মহাকালে এইসব এলোমেলো যাপনের কালে জানি কারো কারো হাত প্রয়োজন হয় কীট আটকে গেলে মাকড়সার জালে দুচোখে বাসা বাধে এ জগতের ভয়। অন্ধকার ছড়িতে লেগে থাকে মায়া এই মায়ার বিপরীতে দাঁড়াও যদি তোমাকে চিনবে না হায় তোমার ছায়া অবিরল ভাসিয়ে নেবে সকল নদী। এইসব এলোমেলো যাপনের কালে কী বার্তা এনে দেবে অন্ধ মহাকালে! ওম মেঘের দেশ থেকে অথই শব্দ ঝরে পড়ছে লেখার টেবিলে আর কচুপাতায় জ্বলজ্বল করছে ...
Read more