সিগন্যাল
বিড়াল ভেবে আমরাই
ঘরে নিয়ে এসেছি বাঘের বাচ্চা
এবার মাতাল হও
আত্মহত্যা মহামারির রূপ নিয়েছে
আমরা প্রত্যেকে কুয়োর ব্যাঙ
দিনরাত ট্রাফিক সিগন্যালে লাল হলুদ সবুজ
আলোর সাথে সভ্যতা চোদাই
বাঘ বাঁচাতে হলে হরিণ ভালুক বাঁচাতে হয়
ক্ষত
চাঁদ চেটে চেটে
অর্ধেক লেখা গল্পে বারান্দা খুঁজে পাই
মগ্ন ঠোঁট আলো ভাঙে
মুখের ভেতর জন্ম নেয় দাঁতের ক্যালেন্ডার
হাবা
নখের রাজবাড়িতে নিম্নমধ্যবিত্ত জীবন
ঝাড়ফুঁক
টোটকা
মাদুলি
তাবিজ
এইসব বিশ্বাস আমাদের অতি প্রাচীন
বংশে কেউ পাগল ছিল মনে হয়…
দীর্ঘ নীরবতার পর তীব্র দানবিক গন্ধ
ওরা প্রেতচর্চায় ভীষণ ব্যস্ত আমাদের নিয়ে
স্বপিণ্ড
জারজ জীবন কাটাতে কাটাতে
বহুদিন একা পড়ে আছে ঘুম
গোটা একটা জীবন
গণতন্ত্র বানান লিখতে পারিনি
চুপচাপ
নিজের শ্রাদ্ধে নিজেই খেয়ে গেলাম
পিণ্ডদানে মুক্তি হয় না আত্মার
কে জন্ম দেয় আমাদের?