মার্কেটিং
অভ্যস্ততায় পরিব্রাজক— পদব্রজে।
বিগত পক্ষকালীন এনাউন্সমেন্ট, তোড়জোড়
দুচোখে আবদ্ধ করতে এগিয়ে যাই। পথ-ঘাট,
পরিচিত লোক, ঘরবাড়ি, আবাদী জমি,
ইলেকশনের পোস্টার ইত্যাকার সামগ্রী
পলকাবদ্ধ করি— পূর্ব প্রস্তুতি ব্যতিত।
মেলায় প্রবেশ করে ছায়াহীন উজ্জ্বল দুপুরে।
হাজার দোকানী সারি— হরেক রকম পসরা;
স্বাদ ও সাধ্য অনুযায়ী কিনছে কেউ কেউ।
পাশেই চা বিড়ি পানের উৎসব। কুণ্ডলী এঁকে
বেড়াচ্ছে সিগ্রেটের তীর্যক ধোঁয়া। এগিয়ে
গিয়ে চেয়ে নিলাম। স্বকৃত ধোঁয়ার রিঙ
হাওয়াভূত হওয়ার মুহুর্তে রিঙের চোঙে
চোখ পেতে দেখি কতিপয় সগোত্রীয় দোকানী
পরস্পর প্রমত্ত দরকষাকষিতে— আর
সামনেই ভিন্ন অবয়বগ্রস্ত জন পাঁচেক
ক্রেতা মুচকি হাসি হাসছে।
খেয়ালী চোখ তুলে নিলো ছবি—
দোকানের হোডিং-এ ঝুলছে:
‘স্বাধীনতা এন্টারপ্রাইজ’।