এক.
কোথায় ফেলব এই নোঙর?
আমি এক দূরাগত
জাহাজের আলো
তুমি এক অচেনা বন্দর।
দুই.
আলু-পটল মাছের ঝুল।
আর কী বেশি পেয়েছ?
চুলার ধারে স্বপ্ন পুড়ে।
একটু ভেবে দেখেছ?
যে তোমাকে নগ্ন করে।
সে তোমাকে চিনেতো?
প্রেম কী আছে প্রেমের মতো?
সত্যি করে বলতো?
নাকি তুমি আমার মতোই-
কাব্য পড়া ভুলেছ?
তিন.
আমি প্লেটোনিক নই।
ফ্রয়েডের পাঠশালা থেকে বিদ্যা শিখেছি।
শারীরিক সন্ন্যাস জানি না।
তৃণভোজী মন সংযম মানে
ঠোঁটের সীমারেখা শুধু ঠোঁট ছুঁতে চায়।
বাৎস্যায়নের কিতাবে কোনো নো ম্যানস ল্যান্ড নেই।
ফের দেখা হলে; সামাজিক দূরত্ব মানব না।
চার.
এখনও ভোর হয় হয়
এখনও খুলে রাখি
নীলপদ্ম হৃদয়।
যদি কোনোদিন;
এসেই পড়ো তুমি
শিস দিও বন্ধু
মুনিয়া পাখি।