বুঝি আমি, বোঝে বাতাস
আমাদের ভেতর কী যেন কী হয়;
আমি জানি, জানে বাতাস-
আনন্দ থাকে
অদেখা ছোঁয়ার,
প্রচুরতা ভরা
রহস্য, ধোঁয়ার।
তাতেই থাকি তবু
তাকে দেখি না;
কী যেন কী হয় তা কেউ বোঝে না!
গোপন-প্রেমের হা-হুতাশ;
বুঝি আমি, বোঝে বাতাস!
পেষনদাঁত
ব্যবচ্ছেদ-কক্ষ হতে চুরি করি হাড়গোড়, থেতলানো টুকরো-মাংস-
পুঁতে দিতে বিকশিত বাগানের মাটিতে।
ফুল শুঁকি, মাছের মুড়োয় রাঁধি লাউয়ের ঘণ্ট; উৎকৃষ্ট সারে যা বাড়-বাড়ন্ত!
…
লাউ চিবোতে
মাংস ছেঁড়ার উদ্যোগ
পেষনদাঁতে।
মনপুরা
মন কুড়োতে মনপুরাতে
একা একা নৌকোতে,
বাসনার ছল দেখি কতো
প্রতিনিয়ত-
জল হয়ে পা ছুঁলে
নদী হয়ে তীর,
প্রাণের বইঠা পেতে
এ মন অধীর।
কামনার ছল দেখি কতো
সদানিয়ত-
আকাশ ছুঁতে
ছেড়ে গেলে মাটি
সেই পথে হাঁটি,
মনপুরাতে গড়ি
প্রেমের ঘাঁটি!
ফরিদা ইয়াসমিন সুমি– কবি। জন্ম ৪ অক্টোবর ১৯৭৪, ঢাকায়।