অন্তিম পর্বে এসে
এই বেলাশেষ
সব আপশোস নিয়ে দাঁড়িয়েছে গাছ।
নিজস্ব ছায়ার চিহ্নে আকুলিবিকুলি করে স্মৃতি
উঠোনময় পড়ে থাকা ধান, আল পথে উড়ন্ত
ফড়িং সেও তো গমনের ক্লান্তিতে শ্লথ ;
মেলাফেরত মানুষজন, ঝুমঝুমি বাজনা
পৌষ সংক্রান্তির শেষ হয়ে আসা বেলা
আপন মগ্নততায় খোঁজে পুণ্যের হদিশ ;
তোমারও তো পাপপুণ্য আছে, খেলাঘর
মিথ্যে সাজানো সংসার, খসেপড়া পাতা
তির তির গোপন মনখারাপ, না-মানার
সবটুকু রাত্রি জল তোমাকে কাঁদায ;
যে হাত ছেড়েছে আগে তার স্পর্শটুকু
লেগে আছে শুধু ; বিস্তৃত অরণ্য থেকে
মুঠোভর্তি সবুজ যার মুখ এঁকে রাখে
তাকেও তো স্মৃতি মনে করে হেঁটে যেতে পারো ;
বালক হারায় কিছু, জীবন তো অনেক
স্বপ্নের ঘড়িঘর, চাঁদের বাড়ি
নাগাল রহিত হয়ে মানুষটাই উবে যায় শেষে ;
অন্তিম পর্বে এসে নাটক তবু জমে ওঠে খুব।
সুপ্ত ঘণ্টা-ধ্বনি
মন খারাপের মেঘ উৎসব দ্যাখে
যতদূর চোখ যায় মেঘলা আকাশ
আলোহীন আবছায়া ধূসরতা খোঁজে
সারাটা দিবস জুড়ে চিহ্ন পূর্বাভাস।
কী সে সংকেত ভাসে, কেন অস্থিরতা
ভিতরে ভিতরে ক্রোধ আড়াআড়ি খাড়া
রহস্য মাখানো দিন মাঙ্গলিক ক্রিয়া
উৎসব প্রাঙ্গণে দেখি পড়ে গেছে সাড়া।
অন্ধকার মঞ্চতল নিবেদিত ফন্দি
ভিতরে গোপন কিছু সাহসা উন্মুখ
হাতদুটি জড়ো করা অঞ্জলির ভক্তি
তবুও জেগেছে প্রশ্ন নির্বাক সম্মুখ।
উৎসব জেগে ওঠে আলোময় ফণী
হৃদয়ে বেজেছে আজ সুপ্ত ঘণ্টা-ধ্বনি !
বেহুলা অঙ্গনে
শূন্যতার মধ্যে আর এক শূন্যতা
নিরালম্ব অবশেষ
গভীর তাৎপর্য নিয়ে জেগে থাকে খাদ
অনন্ত দূরত্বের অভিমুখ
সব এক জ্যামিতিক টানে সুস্থির ;
তবু যেন কোথাও ঝোলে বিবমিষা
অস্থির উচাটন আর সম্পর্করহিত
এই আমাদের প্রাত্যহিক
ত্রিকোণ পরকীয়ার স্যাঁতসেঁতে গন্ধ
নাকে ধরে পয়ঃপ্রণালী ;
প্রতিবাদ প্রতিরোধ চিমটি কাটে
অসাধু বালখিল্যতায় ;
পর্ণমোচী সংস্কৃতি নেচে ওঠে
তাতা থৈ থৈ
বেহুলা-অঙ্গনে তখন পরিপাটি কনসার্ট…
শূন্যের মাঝে
ঘোষিত দূরত্ব থেকে বন্ধুত্বের অভিমান
গড়িয়ে গড়িয়ে চলে নিঃশব্দে। এই যে
সম্পর্কস্রোত, আনজান স্মৃতি বিষাদকে
ছুঁয়ে দিলে শিশির ঝরে টুপটাপ ; অলিখিত
ডায়েরির পাতা ছিঁড়ে সমান্তরাল শোক
হেঁটে গেলে মৌন-মুখরতা দিক ভোলা হয় ।
অচেনা উচ্চারণ গায়ে মেখে আলপথ উঠে
আসে নিজস্ব গমনে ; প্রতিটি ভ্রমণ শেষে যে
অভিজ্ঞতা তাকে তো জারিত করে নতুন ইচ্ছারা।
আনুভূমিক তাপ ও উত্তাপ বিপর্যস্ত চলাচল ঘিরে
ফাঁদ পাতে ; অদৃশ্য লাটাই কার হাতে তা অজানা,
তবুও সময়তাড়িত এই অপেক্ষা শূন্যের মাঝে
দোল খায় ক্রমাগত…
খুব মননশীল লেখা। প্রতিটি কবিতাই ভালো।
আন্তরিক ধন্যবাদ জানাই 🙏
খুব ভালো লাগলো। কবিকে আন্তরিক শুভেচ্ছা ।