অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশ হয়েছে মোহাম্মাদ নাকিবউদ্দীন এর প্রথম কবিতার বই সব পাখি ঘরে ফেরে । বইটি প্রকাশ করেছে স্বদেশ শৈলী প্রকাশনী। মেলায় ৫০৭ নাম্বার স্বদেশ শৈলীর স্টলে বইটি পাওয়া যাবে।
সব পাখি ঘরে ফেরে’ বইয়ে প্রতিটি কবিতায় পাঠকের মনে সরল অথচ গভীর এক অনুরণন তৈরি হয়। অজান্তেই পাঠক মনে প্রশ্ন আসবে- কোন ঘরে? ঘরটা কোথায়? সেই ঘরে এখন কী হচ্ছে? ঘরে কারা থাকে? পাখিরা কোথা থেকে ফিরছে? সবাই কি ফিরতে পেরেছে? ঘরগুলি কি প্রকৃত অর্থেই ঘর, না কবি এর মাধ্যমে আরো কিছু বোঝাতে চেয়েছেন? এমন আরো প্রশ্নের উত্তর কবি খুঁজে বেড়িয়েছেন তার কবিতার মাধ্যমে। কবির ঘর যেন তার হৃদয়ের ভিতর, স্লোগানের অক্ষরে, মাটির উপর, ব্যস্ত নগরে। এই বইটিতে আছে মানবপ্রেম, রাজনীতি, আহত্মকথন, রম্য ও শিশুতোষ রচনা, সমাজভাবনা, ব্যক্তিশ্রদ্ধা, বিমূর্ত ভাবনা, দেশপ্রেম, ব্যক্তিপ্রেম, প্রার্থনা, উপদেশ, পরিবেশ ইত্যাদি নানাবিধ প্রকাশ। কবিতাগুলি ছন্দ এবং ছন্দবিহীন, ঠিক যেন আমাদের নশ্বর জীবনের মত। কবির ঘর সর্বত্র -অন্তরের ভিতরে ও বাইরে। কবিতার মাধ্যমে তিনি বিশ্ব নামের ঘরে বিচরণ করেছেন, বিশ্বে বিবিধ কর্মে আন্দোলিত হয়েছেন।
মোহাম্মাদ নাকিবউদ্দীন পেশায় একজন চিকিৎসক ও গবেষক। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জন্স হপকিন্স মেডিকেল ইনস্টিটিউটে কর্মরত। পড়াশুনা ঢাকার সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ও নটরডেম কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবনে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে পুরস্কৃত হয়েছেন। বিটিভি-তে বিভিন্ন স্বাস্থ্য-বিষয়ক অনুষ্ঠান ও সাধারণজ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বলুন দেখি’ রচনা, উপস্থাপনা, পরিকল্পনা করেছেন। ‘বলুন দেখি’ উপস্থাপনার জন্য দর্শক জরিপে শ্রেষ্ঠ উপস্থাপকের পুরস্কার পেয়েছেন। তিনি ভয়েস অফ্ আমেরিকার বিভিন্ন স্বাস্থ্য-বিষয়ক আলোচনার অংশ নিয়ে থাকেন। বর্তমানের কর্মব্যস্ততার মধ্যেও ইউটিউব টিভি চ্যানেলে ‘স্বপ্নঘুড়ি’ অনুষ্ঠানটি রচনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেন।
বইটির মূল্য ৭০০ টাকা, বাংলাদেশে পরিবেশক বাতিঘর, ভারতে পরিবেশক অক্ষর পাবলিকেশন্স।