‘জীবন অনেক বেশি মূল্যবান’নোবেল বিজয়ী সুয়েতলানা আলেক্সিয়েভিচের দৃঢ় উচ্চারণ। হ্যাঁ সবার জীবন’ই অনেক বেশি মূল্যবান। কিন্তু সত্যিই কি সবার জীবন মূল্যবান? না। কারো কারো জীবনে পদাঘাত অনিবার্য হয়ে উঠে। পদাঘাত মানে, ‘লাথি’। হ্যাঁ লাথি নামক গল্প দিয়ে শুরু গল্পগ্রন্থ ‘দুহিতার বেসাতি’। কন্যাদের জীবনে লাথি কিভাবে অনিবার্য হয়ে উঠে, তারই সরল ভাষায় গূঢ় বয়ান রয়েছে গল্পটিতে। গল্পকার রাজীব উল আহসান নিজেও বলেছেন, ‘দুহিতার বেসাতি’ গল্পগ্রন্থটি কন্যা তথা নারীদের আলেখ্য। সত্যিই। লাথি, কলগার্ল, ওথ অব হিপোক্রিটাস ও একটি ভালোবাসার গল্প, স্টেপ মাদার, একজন শেফালি কিংবা চোরের গল্প, সেক্রিফাইস, তুরুপের তাস, কাব্যগুলো এমন হয় না কেন?, দুহিতার বেসাতি- মোট নয়টি বেদনাগাঁথা গল্পের গ্রন্থ দুহিতার বেসাতি।
স্বল্পভাষী, বিনয়ী এ গল্পকারের গল্পভাষা স্বতন্ত্র ও নিজস্বতায় ঋদ্ধ। লাথি গল্পে ‘নুরি’ ও একজন শেফালি কিংবা চোরের গল্পের ‘শেফালি’ এক চির দুঃখি চরিত্র। বিশেষতঃ একজন শেফালি কিংবা চোরের গল্পে শেফালিকে দেখা হয়, বেজায় চুন্নি ও চোখের পলকে এটাসেটা উধাও করে ফেলা এক নীতিচ্যুত মানুষ হিসেবে। কিন্তু গল্পের পথ ধরে কিছুটা এগুলে স্পষ্ট হয়, শেফালিকে যারা চোর বলে, প্রকৃত প্রস্তাবে তারাই চোর। শেফালির শিশু সন্তানটিকে প্রতিপালনের জন্য অফিসকর্তাদের খাবার পরবর্তি অবশিষ্টাংশ সে নিজে না খেয়ে শিশুটির জন্য নিয়ে যেতো শেফালি। গল্পকার এখানে বাস্তবতার অতলে ডুব দিয়ে সত্যের পেছনের সত্যকে তুলে এনেছেন। চিত্রিত করেছেন অগণিত শেফালির জীবন সংগ্রামকে। ‘কাব্যগুলো এমন হয় না কেন?’ গল্পে ফেক ভিডিও তৈরী করে লম্পট অনিক কর্তৃক প্রিয়ন্তিকে ব্লেকমেইল করার যে দৃশ্য দেখি, তা কিন্তু নিছক গল্প নয়; নেট দুনিয়ার বর্তমান সমাজে প্রায়ই দেখা যায়। গল্পকার যদিও বলেছেন, গল্পের ঘটনা বাস্তবে ঘটেনি, তবে বাস্তবে যা ঘটে তা আরো নির্মম। গল্পকারের লেখা পুনশ্চ অংশে বাস্তবে ঘটেছে আরো ভয়ঙ্কর বেদনার প্রেক্ষাপট অর্থাৎ প্রিয়ন্তির প্রাণ বিসর্জন।
প্রিয়ন্তি,কন্যা, নারী মানেই যেনো জটিল আবর্তে ঘেরা দুর্দশার অন্ধকার। মূলতঃ গল্পগুলো পড়তে পড়তে নিমগ্ন পাঠক ঘোরগ্রস্থ হবেন, অশ্রুসিক্ত হবেন। সম্মোহন গদ্যভঙিমায় লেখা দুহিতার বেসাতি’র প্রতিটি গল্প আমাদের যাপিত জীবনের প্রেক্ষাপটে লেখা। গল্পগুলোর বয়ান অত্যন্ত হৃদয়স্পর্শী, যেনো খণ্ড খণ্ড ছবি’র সমষ্টি, যেনো সময়ের চিত্র। গল্পকার রাজীব উল আহসান এর গল্পভাষা ও গল্পচিন্তা খুব স্বচ্ছ ও সাবলিল। সবমিলে পাঠমুগ্ধ ‘দুহিতার বেসাতি’ যেনো প্রগাঢ় উপলব্ধি এবং ক্ষোভ গ্লানি স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বেদনায় আঁকা নিগূঢ় ক্যানভাস….
দুহিতার বেসাতি। লেখক: রাজীব উল আহসান। প্রকাশক: পেন্সিল পাবলিকেশনস। প্রথম প্রকাশ: অমর একুশে গ্রন্থমেলা২০২১। প্রচ্ছদ: হিমাদ্রি হিমু। মূল্য: ২৪০ টাকা।