চিরকুট
স্বাভাবিক মৃত্যু হবে না
এ সত্য জেনেই রোজ পথে নামি।
সময় পক্ষে নেই আজ দুই যুগ।
তীরের ফলার মতোন স্মৃতি এসে বিঁধে কোথাও
ভয় নয়- সীমাহীন ঘৃণা নিয়ে বেঁচে থাকি ইদানিং
সময়, সমাজ, সম্ভাবনা-নিতান্ত মূল্যহীন।
যে কাল হয়নি দেখা
তার দিকে সরে গিয়েছে যারা,
তাদের রঙিন শার্টে দুর্দান্ত হাওয়ার কাঁপন লাগুক
ভুল স্বপ্নে মজুক তাদের দু’চোখ।
মগজের নিশ্চুপ টেরাকোটায় এসব কিছুই এড়ায় না কখনো।
হত্যা নয়, বডেড্ডা প্রিয় লাগে সবচেয়ে হন্তারকের ক্রুর হাসি
ঘরে ফেরা হবে না আর কখনো
এই সত্য মেনেই রোজ পথে নামি, বিকলাঙ্গ দেহে…
জননী বঙ্গভূমি
পরম পূজ্য এই তীর্থভূমি সাজাবো কতরূপে।
কতো আলোকনগর করবে আলোকিত এই দেশ।
জন্মের ঋণ রেখে যাবো ভেবে কলম-কাগজে নতজানু
ভুলে যাই আনন্দ-নিরানন্দের অমোঘ আহবান
ভুলে যাই রক্ত-তন্দ্রার বোধ আরক্তিম
নিস্পলক চোখেমুখে দেখে যাই শতো দুঃখিনী এই দেশ
যার যে চেষ্টা সে নিয়ে যাক ততোটুকু
সহসাই ছেড়েছি কৌলিন্য’র ভয়
পাঁজরে উলঙ্গ ওঙ্কার নিয়ে নেমেছি চেতনা বিক্রির পথে
মুক, ধর্মান্ধ মগজাস্ত্র নয়,
রেখে যেতে চাই সম্পূর্ণ সংস্কৃতির নিখাদ মারণাস্ত্র
চোখের কার্ণিশে জমে ওঠা জলের বিন্দু’র দিব্যি
দিব্যি জেনো ঘর্মাক্ত শরীরের
দিব্যি শোনো মার্চের সাত, ডিসেম্বরের ষোল,
দিব্যি নয় মাসের মুক্তিযুদ্ধ, ভয়াল একাত্তরের…
জননী, বঙ্গভূমি মাতৃরূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ
বেহাত বিস্ময়
জলপাই রঙ স্বপ্ন নয় তো আজ
দিন আজ শুধু স্বদেশ পাহারার
বিপ্লব বেহাত হচ্ছে, হে সময়
ফেরাও তাকে যদি কব্জিতে থাকে শক্তি এতোটুকু
তাড়িত করো অনিঃশেষ দুঃসময়- বিপ্লবে, বিদ্রোহে সরাও ছায়া, আবার রক্তবন্যা আসুক নেমে
মুখোমুখি দাঁড়াও সময়ের প্রমাণ করো, এ জয় মৃত্যুর নয়,
এ সাহস মিথ্যে নয়, কেবলই ভালোবাসার
জলপাই রঙের জ্যোৎস্না জরুরি নয়
জরুরি এই সাহস এবং মৃত্যুর কনভয়
স্বদেশ আমার ডাকছে তোমাকে, শোনো
দাঁড়াও আবার সময়ের মুখোমুখি
দুঃখ জয়ের নেই অবকাশ কোনো,
পুব আকাশে ভোর যে দিচ্ছে উঁকি