একুশের ডাকনাম
প্রিয় ঘাসফুল, নরম রোদের দিকে তাকিয়ে
তুমি যে গল্প বলে যাও,
প্রেমের দ্রোহের কিংবা প্রতিধ্বনির –
সে ফুল আমায় বলে যায় – বাহান্নকাল
প্রিয় রাজপথ, পিচঢালা পথের আকাশে
রোদের মিছিলে যে পথচলা
সে পথ আমায় দেখায় স্বপ্নের পটচিত্র
আমি তারে ইতিহাস বলি;
প্রিয় পাঠ্যপুস্তক, পাতায় পাতায় যে অক্ষর
আমাদের স্নায়ু করোটির নিমজ্জনে
লিপির পরিবাহে প্রবাহিত
জাতিসত্তার অনন্তকাল, আরেক ফাল্গুন
সমস্ত আমাকে নিয়ে যায় প্রপিতামহে;
প্রিয় মানচিত্র, রক্তের দাগ শুকিয়ে যে সীমানা
দাবদাহের খাণ্ডব; চরাচরের অনন্ত প্রবাহ
বন বিচালির হাওয়ার কোলাহল
আমাকে জানায় শীতল অভিবাদন
লাঙ্গলের ফলায় জমিনে তুলে আনে আদ্যাক্ষর
নিজের এবং আমাদের।
প্রিয় দেশ, তুমিই একুশ, পদযাত্রায় উদ্দীপনা
রক্তের নামে লিখে যাওয়া পতাকার চারুকলা।
স্নিগ্ধা বাউল-কবি