প্রভাতী
নরম বৃষ্টির দানায়
সকাল ঝরে পড়ছে,
আরো সকাল ঝরবে
সংবিধি মতে;
প্রভাতফেরির কোলে শুয়ে
বেদানারা গান হয়ে ঝরে—
বর্ণমালায় গাঁথা
আমারই সহস্র আবেগ
রক্তের আলপথ পেরিয়ে
তোমাকে কবিতা শোনায়
কৃষ্ণচূড়ার দিনে
তোমাকে
বড় মনে পড়ে—
মনে পড়ে প্রাত্যহিকতায়।
সিদ্ধার্থ অভিজিৎ-কবি। খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় শিক্ষক।
প্রকাশিত কাব্যগ্রন্থ: হেমলকে চুম্বন(২০২১), পৌষালি ঘড়ির পোস্টমোর্টেম (২০২১)।