প্রসঙ্গ নুড়ি
আজকাল হুটহাট ইচ্ছে হয়
পাহাড়কে উপুর হয়ে দেখতে
তখন কেমন লাগবে
পাহাড়ের বুনোফুলগুলো
নুড়ির লাল-নীল পাখনার মতো
নাকি এর চেয়েও আরও সুন্দর !
প্রায়ই ঝর্নাকে
দীর্ঘশ্বাসের কথা বলি
প্রসঙ্গ নুড়ি
ইদানিং সে হাওয়ার
ইউনিফরম পরে সম্মুখে আসে
সাহস করে বলতে পারি না
ভয় হয় [ ভয় হওয়া স্বাভাবিক ]
তোমার ওমুক ও তমুককে
ফুলের চেয়েও সুন্দর লাগে!
ত্রিভুজীয় রোগ
এবং
তুমি আমি যখন
গোপন রোগে আক্রান্ত
অনুভূতির ত্রিভুজ যুদ্ধে
আহত অসহায়!
চিকিৎসাবিহীন জীবন যাপনে
প্রতিনিয়ত অভ্যস্ত
সেই থেকে
বুকের বামপাশে করে যাই
ঘাসফড়িঙের চাষ…
উড়ালমুখি
ভাদ্রের মেঘকণার বিলাসি
আশ্রম ছেড়ে
এসেছো স্পর্শের
আদিম অঞ্চলে।
তোমার আগমন
জিইয়ে রাখা ঝুম ধানের খই
অথবা সেগুন ফুলের মতো
যদিও অসম্ভব সুন্দর।
তবু মুহূর্তের শোক –
তুমি একান্তই উড়ালমুখি
তোমার কাছে আসার একমাত্র উদ্দেশ্য
বিদায়ী সুরটানা।
লেবিসন স্কু-কবি, পিতা: ইমানসিং আজিম, মাতা: জুটিলা স্কু, গ্রাম : মধুকুড়া, কলমাকান্দা, নেত্রকোনা।
প্রকাশিত কাব্যগ্রন্থ: মানুষ এক অদ্ভুত সাঁড়াশি অনুবাদক , প্রান্তিক স্বর ( যৌথ কাব্যগ্রন্থ) সম্পাদনা: ছোট কাগজ চিবিমা।