শিকার
জঙ্গলে হরিণ শিকার করতে এসে
তার প্রেমে পড়ে গেছি।
প্রেম পরিণয়ে যাওয়ার পর পরই বাঁধে বিপত্তি।
বৃষ্টির রাতে এক শিকারী
ঝোপের আড়াল থেকে
আমাকে তীরবিদ্ধ করে হরিণ ভেবে।
আমি তাকে আমার পরিচয় দেয়ার পর
হাতে থাকা ধনুকটি ছুঁড়ে ফেলে
বুকে জড়িয়ে ধরে। আর বলতে থাকে
বহুদিন আগে খবরের কাগজে ছাপা
বাঘে খাওয়া তোমাকে হরিণে খেলো কী করে!
খেও
তার আনন্দে আমার বহু দুঃখ ডুবে গেছে
স্নানরত কুমারীর নোলক কিংবা
অস্তাচল সূর্যের মতো।
এখন সে বেদনারা
স্রোতে আর ঢেউয়ে
পাগল করে তুলছে মিথের দরিয়া
জেলেরা তাই খেওয়ে খেওয়ে
বিরামহীন তুলে নিচ্ছে
ঝাঁকে ঝাঁকে রূপালি রঙের মাছ।
আমাকে তুমি দুঃখ দাও,
আরও দুঃখ
জেলে পাড়ায় নামুক ঈশ্বর ।
যাবার আগে
যাবার আগে আরও একটু শূন্যতা চাই
আরও একটু বেশি করে চাই
তোমার ডোম স্বভাবের নীরবতা
পাহাড়ে যাবো না যদিও
তবু ব্যাগে গুছিয়ে নিয়েছি অতিরিক্ত
একটা ঝরণা
কিছু দুঃখ , যা ঋণ নিয়েছি গতকাল।
যাবার আগে মুখ দেখে নেবো আয়নায়
প্রতিবেশী মেয়েটি যেভাবে দেখে
প্রেমিককে
আর তোমার চেহারার একটা ছবি
আমার মুখে লাগিয়ে
অন্তত ঘুরতে চাই নদী পর্যন্ত
যাবার আগে শেষ মুহুর্তে
নিজেকে জোরপূর্বক হলেও নিয়ে যেতে চাই
সাথে করে
সঙ্গী ছাড়া একলা আর কতটুকু যাওয়া যায়!