প্রতিবিম্ব
দুঃখ থেকে অনেকটা সরে এসেছি
আজ আয়নায় দেখলাম
মৃত মানুষের মুখের মত শান্তি
সুখের কোন গন্ধ নেই
মায়ার ঘোরে হেঁটে যাওয়া
প্রতিটা মোড়ে দিকচিহ্ন থাকে না
তবুও একবার থমকে দাঁড়াই
২
যুদ্ধ জিততে একটা শিখণ্ডী লাগে
মহাভারত শিখিয়েছে
এই সময়
নামটা পাল্টেছে শুধু
যুদ্ধখেলা
অপেক্ষার অন্ধকার খুব গভীর
তবুও নেশার ঘোরে জীবন
মৃত ছবির কোলাজ
ছাদ সিলিং ঝুল বারান্দায়
গিরগিটি ব্যাথায়
অস্তিত্বের অবিরাম খোঁজ
হেরে যাওয়া কোনও পাপ না
হারিয়ে যাবার মতো রোমান্টিকও না
যন্ত্রণার হাসিমুখ নিয়ে বিসর্জন
আসলে এসব যুদ্ধখেলা
ক্রমাগত নিজের সাথেই
ময়দান
অচেনা নয় লাশের গন্ধ
এই মৃত্যুপুরীতে
ধ্বজা পুরে গেছে সেই কবেই
ধোঁয়ার মতো কিছু কুয়াশা
যুদ্ধের ময়দানে লাখো
অদৃশ্য যোদ্ধা
তবু শক্ত করে ধরে রেখেছি হাতের অস্ত্র
দূরত্ব
একটা ক্ষয়ে যাওয়া জীবন থেকে বহুদূরে
নিজের জন্য জমিয়েছি অপেক্ষা
হাহাকারের ভয়ে আঙ্গুল রেখেছি কানে
দূরত্ব বাড়ছে প্রেমিকার ঠোঁটের সাথে
আমারই শহর দূরে ঠেলেছে আমাকে
মুখোশ
দ্রুত এলাকা বাড়াচ্ছে লাল রং
রাজনীতিতে ঢুকে পড়ছে লাশ
জামা বদলে যাচ্ছে ডোমের
অঙ্কে ভুল করছি বারবার
কিছু ক্ষিপ্র ষাঁড় ঘুরছে এদিক সেদিক
তোষণ মিলে যাচ্ছে ভাষণে
ক্ষিদের সংজ্ঞা লিখতে গেলে
ভয় ঢুকে পড়ছে অভিধানে
মেঘ খুব কালো এখন
চেনা মানুষেরা দৃশ্য করেছে মুখোশ
আশঙ্কা বাড়তে বাড়তে আজ
নিজেকেই ভয় পেতে শুরু করছি