চিতা
জন্মের ঋণ শোধ করতে পারিনি,
তাই-
চিতা জ্বালিয়েছি নিজের ভেতরেই
পুড়িয়ে ফেলছি নিজেকে
এ ছাড়া আর কীই বা করার আছে?
শৃঙখলিত এই দু’হাতে
কেবল পরাজয়ের গ্লানি।
হে আমার জন্মভূমি
দাউ দাউ করে আগুন জ্বলছে চারদিকে
সে আগুনে তোমার মুখ ঢেকে যায়।
সিলেটের বৃষ্টিফুল
কী দারুণ বৃষ্টি ছিল সেদিন
আমি বৃষ্টিফুল কুড়াতে কুড়াতে
একসময় ভেসে গেলাম
তোমার দিকে।
এ জন্মের সাধ বুঝি পূর্ণ হবে আজ।
পাথরের সাথে স্রোতের আলিঙ্গন
তারাফুল হয়ে ঝরে পড়ে মধুরাত
হায় একি অসহ্য তৃষ্ণা, এ কী
বাঁচবার নাকি মৃত্যুর৷ নাকি দ্রোহের
নাকি সেই শঙ্খনাদ।
ও পাহাড়, ও নদী, ও দারুণ সংসার-
আমি ডুবে গেলাম
তোমার দিকে।
চাতক
পুবাকাশে বড় একটা চাঁদ উঠেছে
চাঁদের মুকুরে তোমার ছায়া দেখা যাচ্ছে
এর চেয়েও স্পষ্ট করে যদি দেখতে
চাও তোমার মুখ, ও মুসাফির
তাহলে ভাঙ্গতে হবে তোমার পুরোনো
আয়নাখানি।