কসম
আমাদের লালসবুজ পতাকা, ছাপ্পান্ন হাজার বর্গমাইল অতঃপর মানচিত্রের কসম নিজের সামনে দাঁড়াও।
বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের
অতঃপর একাত্তরের মুক্তিসংগ্রামের কসম, বোধ জাগাও।
ভাষাশহিদ, একাত্তরের শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের কসম
সেই দেশ ফিরিয়ে দাও।
আমাদের বাংলাদেশের কসম; স্তব্ধ হয়ে যাও জোঁক, কুকুর, শকুন ও ভয়ঙ্কর ডাইনোসর।
আমাদের বাঙালি জাতির পিতার কসম; তাঁর স্বপ্নের বাংলা ফিরিয়ে দাও!
পুনর্মৃত্যু
যতোবার মৃত্যু দেখেছি; শুধু ভয়
জীবনের মায়ামোহে মরণ নির্দয়
আসলে বৃথা- সমস্ত অনুভূতি বৃথা
যেবার প্রজাপতি ছিলাম;
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছি
হংস অধ্যায় তো আরো বীভৎস!
শেয়ালের চোয়ালে আটকানো আমি
গ্রাস হওয়ার দুঃস্বপ্নের সময়টুকু-
ভাবতে অবাক হয়ে উঠি!
আমি তখনো বেঁচে ছিলাম-
শেয়াল খুবলে খুবলে আমার বুক চিরে
যখন স্বপ্ন হত্যা করলো- সেসময় তুমি কেমন ছিলে?
শেয়ালের মুখ থেকে হরিণ হয়ে ছুটলাম,
মানুষের ছুরির তলে রক্তদানের ফলে হলাম মানুষ!
এবার কি হবো?
বিষাক্ত ঠোঁট জীবন্ত চুম্বন
তোমার ঠোঁটে চুমু দিয়ে আমি মৃত্যুর দুয়ারে বসে জীবন পেয়েছি
আমার বিশ্বাস জীবন- দৃঢ় বিশ্বাস চুম্বন।
আমি মৃত কলমকে জীবন লিখতে দেখি-
অথচ তোমরা জীবনকলমে শুধুই মৃত্যুর কালি ছড়াও!