এক.
জীবন বলতে যতটুকু বোঝায়
সময়ের নিষ্ঠুর স্রোতে তলিয়ে জীবন
ম্লান পুরো হৃদয়ের খাতা,
ইতিহাস চর্চায় জরায়ুর জঠর যন্ত্রণা
যেন হিমপানিতে ভাসমান আধুনিকা নারী!
নিথর দেহ খুঁজে ব্যর্থতার ব্যালকনি আর
ক্ষুধার্ত চোখ আঁকে একবুক নিশ্বাস;
শ্যাওলাক্ত উঠোন দেনার দায়ে করে হা-পিত্যেশ।
দুই.
পৃথিবী আজ কাঠের হৃদয়
পৃথিবীর বড্ড অসুখ! ভালো নেই সভ্যতা;
জৌলুসের কঠিন সময়—
পৃথিবী অপলক দেখে নিজস্ব কঙ্কাল!
যান্ত্রিকতায় আবদ্ধ হৃদয়— বিদগ্ধ শরীর—
হাঁটতে হাঁটতে ক্লান্ত মনের ফাঁকফোকরে
জমে আছে ঝুল;
ডুবন্ত নক্ষত্ররাজি মাখে আকাশের গন্ধ—
পুরানো স্মৃতি আঁকে কাঠের ছবি!
তিন.
পৃথিবীর অসুখ
পৃথিবীর অসুখে, কৃত্রিমতা বাড়ে—
সাকুল্যে, ত্রাসের হিড়িক!
জীবন ঘড়িটা হৃদয়ের কোষে কোষে
জমাট বাঁধা বরফছটা!
মানবসভ্যতা হারাচ্ছে নরখাদকের ভিড়ে;
অশরীরী আত্মার হাঁকডাকে
সারা ফেলেছে অসহায় মানব…!