পরিচয়
লাল সবুজ শাড়ীর গর্ভে জন্মেছি
মাগো আমি তোমার আদম সন্তান
অনার্য ছিলাম লাল রক্তে, আজ শাহবাগী একই রক্তে
বায়োলজিক্যাল ফাদার কেউ হিন্দু,
কেউ খ্রিস্টান,
কেউ মুসলিম,
কেউ আদিবাসী
মানুষের ধর্মে শাহবাগের মোহনায় দাঁড়িয়েছি হাতে হাতে
আর্য করেছে হিন্দু
আরব করেছে মুসলিম
বেনিয়া করেছে খ্রিস্টান
কারও কাছেতো মাথা নত করিনি
তোমার ভাষার জন্য লড়েছি
তোমার মাটির জন্য লড়েছি
তোমার স্বপ্নের জন্য লড়ছি
বাংলা মায়ের সন্তান
সীমানা চিনিনি তাই ছড়িয়েছি গ্লোবাল ভিলেজে
আন্তর্জালে – শাহবাগে একই চেতনায়
তোমার ধর্ম তোমাকে দেখেই শিখেছি মাগো
মাটি, ভালোবাসা ও তোমার অন্নের ঋণ
এই আমার গৌরব তোমার গর্ভে হবো লীন
ওদের পরিচয়তো মুছে যায়নি, জানি ওদের পরিচয়
নিঃশঙ্ক দাঁড়িয়েছি পতাকা হাতে
প্রজন্ম জেনো দুর্জয় জয় বাংলায়
আফ্রোদিতি
তুমি তো সমুদ্রের দেবী
আমি তো ডোঁবা
জলের একটা টিপ দাও কপালে
ভেসে যাবো প্রাণের বন্যায়
নাভি
ছোট্ট একটা পদ্ম
অরূপ সাগরে
ছোট্ট একটা নদী
ডুবে যাওয়ার, হারিয়ে যাওয়ার
ছোট্ট একটা ঢেউ
তলিয়ে যাওয়ার
দিঘীর জলে একটা হিজল
সোনার পালঙ্কে
একটি স্বর্ণ গোলাপ
আদুর সুড়ঙ্গ
আদি নীরবতায়
প্রথম শব্দ