খেলনাপাতি ও…
তোমার আগমনে পুতুলগুলো নড়েচড়ে
ওদের বন্দি অভ্যুদয়~
টেরাকোটার কাপড় আর অঙ্গ-ভূষণ
কিছুটা অলংকরণই যথার্থ
কিংবা গায়ে মেখে উদাসীন সাম্যের কথা
ওরা সবাই পুতুল
খেলানাওলার হাতেই ওদের জীবন
১
তখন দেহের কলঙ্কগুলো
রূপায়িত হবে আশীর্বাদে
কারাগার = স্বর্গদ্যান = মোক্ষ
আমাদের কামনা-বাসনায় সাবানজল
জলের ধর্ম থেকে অন্তর
অনেক দূরে ~
আবছা কুয়াশায় ঢাকা স্বপ্নগুলো
ঢাক বাজায় ~
২
তোমার পায়ে একগুচ্ছ রজনীগন্ধা
আলতা রাঙানো ~ লা – ল
গোধূলি নয় এখন সূর্যোদয়
এই পূণ্য অবকাশ যাপন ~
হরিদ্রাভ ঘুমে~
ঘুমের পাখনা ওড়ে ব্রহ্মাণ্ডজুড়ে~ উ-ত্তা-ল
৩
কয়েক চামচ দূরে ~
এই জেনেই ঢিমে তালে বাজছে সাঁনাই
কেউ কি চলে যাবে
বাজিয়ে যাবে বিদায়!
চিনিবিহীন চা’য়ে জমে আছে হাত
তুমি নেই!
ধারকরা হাতের
অপচয় তাই
বলেছিলে উপুর করে
ঢেলে দিতে সব
সেই থেকে আমিও ছেড়েছি ঘর
মনে মনে ভেতর ভেতর গেঁথে চলি
~ বী জ ~
~ ব ল্ক ল ~
৪
এ যাপন নিবাস-ভূষণ আমার নয়
নেই কোথাও একটুরো ইঁটে~
নেই তবে কে বলছে আমার স্বর
স্বর্গ নরক ত্রিকালের ~
ভাত নেই, নেই সুতো-মাটি
এই অন্তরীক্ষ অন্তরীণ ~
কোত্থাও নেই!
নেই নেই এই-মহাশূন্যে ~
৫
পারুল বনে গেলাসভর্তি জোনাকি-গরল
তৃষ্ণায় ধুঁকছে মাটি আর
সত্যের কাছে রাখা তরল
আমার ঋণ সূক্ষ্ম সূক্ষ্ম দৃশ্য-দৃশ্যান্তর~
চাঁদের আলোয় জেগেছিল অস্তিমজ্জায়
সুসজ্জিত রুফটপ তোমার~
আদিত্য প্রত্যূষ, জন্ম -১৯৭৫, বীরভূম , বর্তমানে (পুনে মহারাষ্ট্র), ভারত।