সেপারেশন
যে পাখি ঘুমাতে চায় বারান্দার কোরিডোরে
সে পাখি তপ্ত রৌদ্রের অভিঘাত ভয় পায় না।
ভীরু শিকারিরা অস্ত্রের করতলে কেবলি ভয় দেখায়
মাংস আহারের লোভে ব্যাধের শিকারের আয়োজন হীনকর্মের পরিচয়
আমাদের চৌকাঠে বাবুই নেই; এ্যাকুরিয়ামে শীতল মাছেরা সাঁতরায়।
ভালোবাসা কতকাল ধরে টানে না শরীরী নেশা
উন্মাদ প্রণয়ের পিপাসা ঘোর অন্ধকারের মতো
সুবেহ সাদিকের পরে কেটে যায় রাতের কালিমা।
দূরের আত্মীয় খুঁজতে গিয়ে ফ্লোরিডায়
এক আলোকবর্ষ সময় পার করেছিলাম।
জেনে রেখো, যে বনে আগুন লাগে না
সেখানে গাছপালা নেই।
কলতলায় একটি নিঃসঙ্গ তালগাছ দাঁড়িয়ে একা
সেপারেশন কেউ কেউ বোঝে; সবাই বোঝে না।
মা-জননী
আমার ‘আম্মা’ একজন কোমলমতি নারী
আম্মাকে ‘মা’ ডাকতে তাই ছুটে যাই বাড়ি।
নারীদের ‘মা’ ডাকতেই তারা নরম হয়ে যায়
নারীদের ‘মা’ ডাকলেই তারা দুর্বল হয়ে যায়
নারীদের ‘মা’ বলতেই তারা নদী হয়ে যায়
নারীদের ‘মা’ বললেই তারা পলি হয়ে যায়।
আমি আমার জন্মদাত্রীকে ‘মা’ বলে ডাকি
আমি আমার জন্মভূমিকে ‘মা’ বলে ডাকি
আমি আমার দেশমাতাকে ‘মা’ বলে ডাকি
আমি আমার দেশের মাটিকে ‘মা’ বলে ডাকি।
সন্তান জন্মদানের জন্য মাকে কষ্ট সহ্য করতে হয়
সন্তানের জন্য মাকে নানা গ্লানি সহ্য করতে হয়
সময়ে অসময়ে শত্রু আসে বিনাসের হাতিয়ার নিয়ে
মায়ের পাগল ছেলেরা ছুটে যায়; ঝাঁপিয়ে পরে।
মুক্তোর মালা
বৈশাখের পশ্চিম আকাশের মতো বঙ্কিম চোখজোড় মেঘরাঙা
দূর থেকে বকফুল ছাই ছাই ধূসর মনে হয়
এদেশ এই মাটি চিরকাল আমাদের থাকে না
আমারও অন্যের হয়ে যাই কখনো সখনো।
ছাই চাপা আগুন ঘষে তুলে আনি ইউরেনিয়ামের পারদ
তোমার গলায় শোভা পাবে না কো আর মুক্তোর মালা
এই দেশ আমার জনম-দুঃখিনী মা।
অনন্ত পৃথ্বীরাজ– কবি। জন্ম ৩০ অক্টোবর ১৯৮৭। পেশায় শিক্ষক। প্রকাশিতগ্রন্থ : কাঠপোকা (২০১৬), বিষণ্ণ বিকেলের গল্প (২০১৭), আরিফ নজরুলের কবিতা : স্বপ্ন সেঁকে বাস্তবে ফেরা (গবেষণাগ্রন্থ), ২০১৭,রমনা পার্কের ইতিহাস (গবেষণাগ্রন্থ), ২০১৮।