বাবা→পাপ্পা
বাবা হয়ে জন্মেছি দু’বছর হলো।
তিনজনের সংসার। সাংসারিক
হিসেবও শিখে নিয়েছি ইতোমধ্যে।
দুই রুমের ফ্লাটে রাত কাটে।
ছোটবেলায় খাঁচায় শালিখ
পুষতাম। তাদের মধ্যে কেউ কেউ
আধো কথায় ডাকত, বিড়বিড়
করত। বাবা এসব পছন্দ করতেন
না। মায়ের আশকারা পেয়েছি
সেকথা বলব না।
ঠাম্মার আদরের মতো অকপট
কথা বলত একটা শালিখ।
আমার বাবাকে শালিখটা বাবা
বলতে শিখেছিল।
বাবা গত হয়েছেন ওয়াইড বলের মতো।
ছেলেটার পাপ্পা ডাকে নিজেকে অভ্যস্ত করছি।