অধিদর্শনের গ্রাফিতি – ০৮
পৃথিবী এক কৌতুকময় রঙ্গশালা, মানুষের হাটবাজার। মানুষ এখানে মানুষ কেনে, মানুষ বেচে।
আমি বললাম-সুন্দরী পাত্রীর অভিভাবক ও বেশ্যার দালাল একই সূত্রে গাঁথা। কেউই টাকা ছাড়া তাদের মেয়েকে ছাড়তে চায় না।
― টাকা হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্যারাসিটামল।
― টাকা একটি ধারণামাত্র। টাকা আবিষ্কারের পূর্বে পৃথিবীর
সকল মানুষই সমান ছিলো।
― সমতা একটি জমকালো মরীচিকা।
― পৃথিবীর যাবতীয় সমতা আঁকা রয়েছে কবরস্থানে।
― সকল বৈষম্যের মাঝে থেকেও যে সাম্যের গান গায় সে-ই
আর্দশ মানুষ।
― তাহলে পৃথিবীর সবচেয়ে আদর্শ মানুষ কে?
চোখবন্ধ নীরবতা নিয়ে সে বলল-গোরখোদক।
অধিদর্শনের গ্রাফিতি – ০৯
কবরই পৃথিবীর বিশুদ্ধ ব্যাচেলর। মৃত্যুর সাথে সাথেই মুছে যায় মানুষের সকল যূথকাল।
আমি বললাম-কফিনের ব্যবসাই পৃথিবীর সফল ব্যবসা। সকল ব্যবসাতেই কোনো না কোনোভাবে প্রতিদ্ব›দ্বীর মৃত্যু কামনা করা হয়।
― মৃত্যু একটি বিষণ্ণ চৌবাচ্চা।
― মৃত্যু মানে সংযোগ সেতু; পরবর্তী জীবনের লিংক রোড।
― জীবন একটি পাঠশালার নাম।
― পাঠশালা মানেই আদর্শের শিক্ষা।
― আদর্শ হত্যা সবচেয়ে বড় হত্যা।
― তাহলে পৃথিবীর সবচেয়ে বড় হত্যাকারী কে?
বুড়ো আঙুল দেখিয়ে সে জবাব দিলো-দ্রোণাচার্য।
অধিদর্শনের গ্রাফিতি – ১০
হত্যাই পৃথিবীতে একমাত্র পরাধীন ঘটনা। বেঁচে থাকা মানেই মৃত্যুর বশ্যতা স্বীকার করা।
আমি বললাম-মৃত্যু একটি ব্যক্তিগত ভ্যাকসিন। মানুষের জন্ম তার পিতা-মাতার যৌনকামনার ফল ছাড়া আর কিছু নয়।
― যৌনতা এক হাওয়াই গন্ধম; রাজকীয় সর্বগ্রাস। পৃথিবীতে
সঙ্গমই একমাত্র চিরন্তন অভ্যাস।
― সঙ্গম মানে প্রবৃত্তির স্বাধীনতা।
― স্বাধীনতা হচ্ছে স্বায়ত্বশাসনের সফল আত্মনিগ্রহ।
― আত্মশাসনের আকাক্সক্ষা থেকেই স্বাধীনতার জন্ম।
― পৃথিবীর কোনো স্বাধীনতাই চ‚ড়ান্ত নয়।
― তাহলে চ‚ড়ান্ত স্বাধীনতা বলতে কি বোঝায়?
ধীরপায়ে হেঁটে যেতে যেতে সে বলল-আত্মহত্যা।