চিরাগ
আলোর পুরাণ তুমি অন্ধকারে হিসেব নিকেশ
ফিল্টার উইলস্ ঠোঁটে
সন্ধ্যা এসে কফির লিকার
নাকি
প্যাস্টেল কালার ঘেঁষা মোম
গ্লোসাইন বোর্ড ?
কত প্রশ্ন ঠোঁট থেকে উঠে আসে চোখে
চোখের চিরাগে দগ্ধ রোজ
প্রেরণা
দেশের খবর বলতে সেরকম কিছু নয়
বিজ্ঞাপন দেখে কেনাকাটা
এই মরশুমে আগের বছরের গন্ধ
সোয়েটারে
ক্যালেন্ডুলার ক্রিমে দমবন্ধ নিষিদ্ধ প্রেরণা
আলাদা বিছানা থেকে অন্য ঘরে আসা যাওয়া করে
প্রদাহ
নজর মায়াবী বড় চৈত্রমাস
বজ্র আঁটুনি থেকে মহুয়ার পথে হেঁটে যাই
শব্দের লিবিডো মাখা নাগ কেশরের অনুবাদে
কোনো রাতই ছাড়েনি একা পথে
পাতকুয়ো থেকে জল
মিনারেল তুমি
দু’চামচ এমন সিরাপ
বুঁদ হয়ে পড়ে থাকি অবৈধ অসুখে
অথচ তোমার গায়ে জ্বর
রাতারাতি ফিরে গেল সংসার গোছাতে
টোকিও শহর
বেরোব এবার
ছাদে এসে দাঁড়ালাম ক্যাফেটোরিয়ায়
টোকিও শহর
তোমার মুখেই শোনা
একলা রাতেই
স্বপ্ন দেখতে হয়
স্বপ্নের উচ্চাশা
ছোট বড় মই
ওয়াইন মেশানো এক তীব্র পানীয় না- পুরুষ
অথবা পুরুষ
বহুদিন ভুলে গেছি পুরুষ কীভাবে
টোকিও শহর !