এক.
এক একটা হাঁস যখন পুকুরে নামে
পুকুরের জলে আনন্দ সংগীত হয়
পায়ে বেজে ওঠে নূপুর
ভাওয়াইয়া গানের সুর ঢেউয়ে ঢেউয়ে নেচে ওঠে
দুই.
দুপুর যখন গোধূলির পেটে ঢুকে পড়ে
প্রান্তর থেকে ভেসে আসে
অনির্বাচিত আশ্চর্য আলো
সেই আলোয় শালিক পাখি আবগাহন করে
প্রত্যাখ্যানের পাতায় বেজে ওঠে
প্রেমের পদাবলী
তিন.
মেঘ আর ময়ূরের বন্ধুত্ব প্রগাঢ় হলে
সৃষ্টি হয় ভুবন বাদ্যকারের গান
কাঁচা বাদামের শরীর জুড়ে
ঐশ্বর্যের ফুল ফোটে
বাসনা আর সাধনা মিলেমিশে
একাকার
চার.
কাঠবিড়ালি নেমে আসছে
নিম গাছের গোড়ায়
চাঁদ আর জ্যোৎস্না কী আশ্চর্য গল্প
দিগন্ত ডুবে গেছে একটু আগেই
ছায়া ছায়া অন্ধকারে
বর্ণজিৎ বর্মন– কুচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত।