আসাদ সরকার-জন্ম ১ জুলাই ১৯৮৫। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। মূলত টিভি নাট্যকার। তার রচিত টিভি নাটকসমূহের মধ্যে উল্লেখযোগ্য- অমর কবি, না-মানুষের গল্প, মধ্যরাতে মেয়েটি, জলমানব, সার্টিফিকেট ফেরৎ, নীল বৃষ্টির গল্প, গিফটবক্স, একটা গোপন গল্প, ভালোবেসে যে পথ হারায়, একলা পুরুষ, উল্টা দৌড়, অবাক চিকিৎসা, প্রেম প্রক্রিয়াধীন ইত্যাদি। তিনি মঞ্চকর্মী হিসেবে মঞ্চ ও পথ নাটক লেখা ও নির্দেশনাও দিয়েছেন। তার রচিত ও নির্দেশিত মঞ্চ ও পথনাটকসমূহের অন্যতম-খোয়াব, ফাঁদ,কিন্তু, আশ্চযর্ মলম, কেউ কথা রাখেনি, আবারও একাত্তর, আপডেট পেজগি, কালুগাজী ফুলমালা, একজন পিতার প্রস্থান (নির্দেশিত), নকশী কাঁথার মাঠ (নির্দেশিত) অন্যতম। নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সমূহ-স্টপ সুইসাইড, লাভ ফর লাইফ, অ-মানবিক, গন্তব্যহীন গন্তব্য। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র-জীবন পাখি। ২০১৯ সালের বিসিটিআই প্রযোজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নারী জীবন’ এর চিত্রনাট্যকার তিনি। তার লেখা ও সুরকরা প্রকাশিত গানের সংখ্যা ৫০ এর উর্দ্ধে।
প্রকাশিত গ্রন্থ তিনটি- আপাতত নামহীন (উপন্যাস), অমলকান্ত এই দেশটাকে ভালোবেসেছিলো(উপন্যাস), তোমার আমার গল্প (গল্পগ্রন্থ)। সম্পাদিত সাহিত্য পত্রিকার মধ্যে- ভবিতব্য, ঘাম, মহাকালগড়, আনর্ত ( সহযোগী সম্পাদক) ।